কক্সবাজারের মহেশখালীতে আরও এক নারীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ওই নারীর বাড়ি কালারমার ছড়ায়। তার স্বামী গত ১১ এপ্রিল ঢাকা থেকে বাড়ি ফেরেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৬ জনের করোনা পরীক্ষার হয়। সেখানে একজন ‘পজিটিভ’ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান। এইসহ কক্সবাজার জেলায় মোট ২১ জনের করোনা সনাক্ত হলো।
এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, সদরে ২ জন, চকরিয়ায় ২ জন, রামু ১ জন ও উখিয়ায় ২ জন।
এছাড়া নাইক্ষ্যংছড়ি ১ জনের করোনা শনাক্ত হয় কক্সবাজার মেডিকেল ল্যাবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে সোমাবার বাড়ি ফিরেছেন।
কক্সবাজারের প্রথম মহিলা করোনা রোগী চকরিয়া উপজেলার খুটাখালীর। তার পরীক্ষা চট্টগ্রামে হয়। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। গত ২৮ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১০৩১ জনের করোনা পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা ভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।
গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬টি নমুনা টেস্ট করা সম্ভব।
উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নেই।