ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কক্সবাজার শহরের কলাতলী পর্যটন এলাকায় বিক্ষোভ থেকে ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
মামলাটি দায়ের করেন কলাতলীর পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী। অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে কক্সবাজার শহর থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল কলাতলীতে এসে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের সময় ভাঙা কাচ ছিটকে পড়ে কয়েকজন পর্যটক আহত হন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিলকারীরা ইসরায়েলি পণ্য বিক্রি বা প্রচারের অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালায়। পরে তারা পর্যটন জোনের আরও কিছু সাইনবোর্ড সরিয়ে ফেলে।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।