কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে আসামীবিহীন বিপুল পরিমাণ আকাশমনি কাঠ ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুআমতলী বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ২টার দিকে রেজুআমতলী চেকপোস্টের চার রাস্তার মোড়ে সীমান্ত পিলার–৩৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৫.৪১ সিএফটি আকাশমনি কাঠ এবং দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, উদ্ধারকৃত কাঠ ও ইজিবাইক সংক্রান্ত আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।