উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০১/২০২৩ ৮:০১ এএম

কক্সবাজারে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। একই সাথে বেড়েছে পর্যটকের আগমন। আগামী সপ্তাহ থেকে বাড়বে পর্যটকে। দিনের বেলার তীব্র গরম আর নেই। পরিলক্ষিত হচ্ছে পুরোটাই শীতের আমেজ। পুরো শীত মৌসুমে শৈত্যক প্রবাহের কোন সম্ভবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ আবদুর রহমান।

কক্সবাজারে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আগামী সপ্তাহে কক্সবাজারে তাপমাত্রা আরো কমে যেতে পারে। ঘন কুয়াশায় আচ্ছন্ন হলেও শৈত প্রবাহের কোন সম্ভবনা নেই। পুরো জানুয়ারী আবহাওয়া পরিচ্ছন্ন শুষ্ক থাকবে। গতকাল ৩ জানুয়ারী কক্সবাজারে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া সহ সার্বিক পরিস্থিতি অনুকুলে থাকায় পর্যটকের সংখ্যা দিনদিন বাড়ছে কক্সবাজারে। এখন হোটেল-মোটেল জোনে পুরো চাঙ্গা অবস্থা বিরাজ করছে। অধিকাংশ হোটেল-মোটেলে সন্তোষজনক পর্যটক আছে। ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা। কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অনৈতিক বাণিজ্যের অভিযোগ উঠায় ব্যবসায়ি নেতৃবৃন্দ আরো সজাগ হয়েছেন বলে জানিয়েছেন হোটেল-মোটেল মালিক কর্তৃপক্ষ।
সুগন্ধা পয়েন্টের হোটেল ব্লু-পার্ল এর ম্যানেজার তাপস জানিয়েছেন পর্যটক আসায় আমরা খুশী। ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে। আমরা আগত পর্যটকদের প্রয়োজনীয় সহযোগীতা না করলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। অনৈতিক বাণিজ্যের বিষয়টি আমরা নজরে রেখেছি। এতে কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রশাসনের সহযোগীতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা শুরুতে আশানুরূপ সাড়া পাচ্ছি।

তাই পর্যটকদের যথাযতভাবে সেবা দেওয়া আমাদের দায়িত্ব। হোটেল-মোটেলের আবসান ব্যবসায়ি রতন কুমার জানিয়েছেন শীতের আমেজ শুরু হওয়ার পর থেকে পর্যটকের আগমন বেড়েছে কক্সবাজারে। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বহিরাগত অনেক ভ্রাম্যমান ব্যবসায়ী কক্সবাজারে এসেছেন। বিভিন্ন পয়েন্টের রাস্তায় ভ্রাম্যমান অনেক ব্যবসায়ী রয়েছেন। যারা কক্সবাজারে আসছেন তাদের অধিকাংশই হোটেল এর কক্ষ অগ্রীম বুকিং দিয়েই আসছেন। পর্যটক বাড়ার সাথে সাথে সবকিছুর চাহিদা বেড়েছে পর্যটন এলাকায়। এতেই জমজমাট হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। মাংশ ব্যবসায়ী আবদুর রহিম জানিয়েছেন, মাংশের দাম বাড়েনি। তারপরও হোটেল রেস্টুরেন্টে কেন দাম বাড়ছে তা গ্রহনযোগ্য নয়। পর্যটক আসলে আমাদের ব্যবসা থাকবে।
হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ জানিয়েছেন, কক্সবাজারে আসা পর্যটকরা যাতে সুবিধা বঞ্চিত না হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। কেউ পর্যটকদের হয়রানি করলে ওই হোটেল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এই পর্যন্ত কোন অভিযোগ আমরা পাইনি। আসাকরি পুরো মৌসুম সুন্দরভাবে চলবে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানিয়েছেন সমুদ্রে গোসলসহ, চুরি-ছিনতাই ঠেকাতে টুরিস্ট পুলিশ সক্রিয় রয়েছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত