উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরে সমুদ্র সৈকত এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে মাদ্রাসা পয়েন্টের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার রাতে র্যাবের টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আধঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের বন্ধুকযুদ্ধে মুজিবুর গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেছে।
র্যাবের দাবি, নিহত মুজিবুর রহমান নেত্রকোনা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে।