উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ৯:৪১ এএম

কক্সবাজারের পেকুয়ায় ক্ষমতার দ্বন্দ্বে ছুরিকাঘাতে উপজেলা শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম শওকত (৩৬) নিহত হয়েছে।

নিহত শহিদুল ইসলাম শওকত উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।

সোমরার (২৬ আগষ্ট) রাত ৯টায় পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শওকতের সাথে বদিউল আলম গ্রুপের সিএনজি-অটোরিক্সা সংগঠনের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন শওকত।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মাহাম্মদ ছবির ছেলে সাজ্জাদ, নওশা মিয়ার ছেলে খুরশেদ আলম, টুনিক্যাসহ আরও কয়েকজন শওকতের ওপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত ও তার ভাই সাকের (৩৩), চাচাত ভাই তারেক (২২) গুরুতর আহত হয়। নিহত শওকতের ভগ্নিপতি শফি জানান আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার সময় শওকত মারা যায়।

পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, নেশাগ্রস্ত অবস্থায় নাশকতা করার চেষ্টা করলে শওকতসহ এলাকার কয়েকজনকে ধরে নিয়ে বেঁধে রাখার নামে বদিউল আলম সাজ্জাদ টুইন্যাসহ একদল লোক শওকতের ওপর সশস্ত্র হামলা করে এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হয়।

ঘটনার বিষয় নিশ্চত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ জানান, দুই পক্ষের সংঘর্ষে শওকত গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...