প্রকাশিত: ০৯/০৬/২০২২ ৯:৫৬ পিএম


কক্সবাজারের পেকুয়ায় মাদক উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের মারধর করে পালিয়ে গেছেন চিহ্নিত মাদক কারবারি শাহ আলম (৩৫)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম একই এলাকার আলী হোসেনের ছেলে।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন ও কনস্টেবল আল আমিন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহ আলমকে হাতেনাতে ধরতে পুলিশ তাঁর বাড়িতে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, ভারী বস্তুর আঘাতে পুলিশ পরিদর্শক কানন সরকারের মাথা ফেটে গেছে। পুলিশের অপর দুই সদস্যের শরীরে মারধরের গুরুতর জখম রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, শাহ আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৯ সালের ২২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছিলেন তিনি। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা চলমান আছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ও মারামারির আরও তিনটি মামলা রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। হামলাকারীদের ধরতে সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...