নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার প্রেক্ষিতে কক্সবাজারে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় বিজিবির সদর দপ্তরের একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। মোতায়েন করা বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় টহল থাকবে।
বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার এম. এম. আনিসুর রহমান জানিয়েছেন, খালেদা জিয়ার রায় ঘোষণার প্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে বিজিবির সহায়তা চাওয়া হয়। এই প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কাজ করবে। সুত্র ; সিবিএন