প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৯:৫৩ পিএম

146977_1কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।রবিবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় আবাসিক হোটেল নির্সগ ও সুইট সাদাফের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুজ্জামান অমি (১৮) ঢাকার আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠ এলাকার ৭/২ সড়কের আবাসিক ভবন ‘শ্যামল ছায়া’ এর বাসিন্দা সাবেকুজ্জামান এলিনের ছেলে। তিনি ধানমন্ডি এলাকায় অবস্থিত একাডেমিয়া স্কুলে এ-লেভেলের শিক্ষার্থী।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঈদের পরদিন বাবা-মাসহ ওয়াহিদুজ্জামান কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল নিসর্গে অবস্থান নেন।

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের সঙ্গে আনা গাড়ি তার বাবা সাবেকুজ্জামান চালিয়ে হোটেলের পার্কিং থেকে বের হচ্ছিলেন। সড়কে বের করতে গাড়ির সামনে দাঁড়িয়ে ওয়াহিদুজ্জামান ডানে-বামে সিগন্যাল দেখিয়ে পিছনের দিকে হেঁটে যাচ্ছিলেন।

একপর্যায়ে সড়কের পাশে থাকা বৃষ্টিতে ভেজা বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) বখতিয়ার আরো জানান, নিহতের বাবা সাবেকুজ্জামান ময়নাতদন্ত ছাড়া সন্তানের লাশ নিয়ে যেতে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...