প্রকাশিত: ০৩/০১/২০২২ ৯:০০ এএম

কক্সবাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অফিস উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারে দুদকের কার্যক্রম শুরু হলো।

শহরের সাংস্কৃতিক কেন্দ্রে রবিবার কমিশনের অস্থায়ী সমন্বয় কার্যালয়ের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
এসময় জহুরুল হক বলেন, ‘দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স অবলম্বনে আমরা কাজ করে যাচ্ছি।দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে সেটাই আমাদের লক্ষ্য। পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত নয়। আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসক মামুনুর রশীদ, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলামসহ অনেকে

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...