উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৩ ৮:০৩ এএম

কক্সবাজারের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজান নামে এক যুবক খুন হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার কিছু সময় পর বাসটার্মিনাল বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

মিজান (২৭) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপির খোন্দাকার পাড়ার আনছার উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা (টমটম) চালক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার কিছু সময় পর টমটম নিয়ে মিজান টার্মিনাল যাওয়ার পথে বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মোবাইলটি উদ্ধারের জন্য ধাওয়া করে ছিনতাইকারীদের ধরতে চাইলে মিজানের কোমড়ের নিচের অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর স্থানীয় ও পথচারীরা আহত অবস্থায় মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিজানের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...