প্রকাশিত: ০৫/০৭/২০২২ ৮:১২ এএম

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যার মূলহুতা আজিজ সহ ৭ জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব-১৫।

আজিজ সিকদারকে সোমবার বিকালে র‌্যাব সদস্যরা আটক করেছেন। অপর ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল পাঁচটার দিকে আজিজ বাদে ৬জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ও ডেইলপাড়ার বাসিন্দা মো. সেলিম (২৯),শাহাবুল্লাহ (২২), দক্ষিণ ডেইলপাড়ার দুই ভাই মো. এহসান উল্লাহ (২২) ও এরশাদুল্লাহ (২০), একই এলাকার মো. জহিরের স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও কক্সবাজার শহরের টেকপাড়ার সাইদুল করিমের স্ত্রী ছফুরা বেগম (২৮)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ছাত্রলীগ নেতা হত্যার ঘটনার জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ এই ছয়জনকে আটক করা হয়েছে। ৫৪ ধারায় তাঁদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এদিকে খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে আগামি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমান পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...