মোটরসাইকেলে করে বাঁশখালীর পুকুরিয়া থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ। কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে পৌছালে চট্টগ্রাম থেকে পেকুয়ামুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন স্ত্রী হুমাইরা। এতে স্বামী মোঃ ইউসুফ মোটরসাইকেল থেকে বিপরীত পাশে পড়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে পেকুয়া উপজেলার চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাজীর বাজার এলাকার মোনতাহা ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার নুর আহমদের মেয়ে।
গত ৯ মাস আগে বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ইউসুফের (৩৭) সাথে বিয়ে হয়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ মনিরকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে চালককে আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে।