কক্সবাজারে সোমবার (১৫ জুন) আরও ৪৭০ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে সর্বাধিক ৯৮ জনের করোনা ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে। যাদের মধ্যের বরাবরের মতোই কক্সবাজার সদরে সর্বাধিক সংখ্যক ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন এবং চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া ৯ জন ও পার্বত্য বান্দরবান জেলার একজন রয়েছেন। তাছাড়াও কক্সবাজার জেলায় ৮৮ জনের মধ্যে ৪ জন এনজিও কর্মী রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দেয়া তথ্য মতে, সোমবার নতুন শনাক্ত হওয়া করোনা ‘পজিটিভ’ রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৪৩ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১৫ জন, উখিয়া উপজেলায় ৯ জন, মহেশখালী উপজেলায় একজন, কুতুবদিয়া উপজেলায় দুইজন, পেকুয়া উপজেলায় দুইজন ও চকরিয়া উপজেলায় ৯ জন রয়েছেন। এছাড়াও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ জন ও সাতকানিয়া উপজেলায় একজন, বান্দরবান জেলায় একজন এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিও কর্মী রয়েছেন ৪ জন।
এ দিনে ৩৭২ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্টে ‘নেগেটিভ’ রিপোর্ট এসেছে। সুত্র:কক্সবাজার ভিশন