কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ।
প্রথম ধাপে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।
১৭ ও ১৯ আগস্ট তারিখে এইচএসসি পরীক্ষা থাকায় অনেক প্রার্থীর এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা থেকে ‘মানবিকভাবে বিবেচনায়’ এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন।
তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা না হয়, সেজন্য জেলা সদর থেকে দূরবর্তী উপজেলার পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন সেবার ব্যবস্থা করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার যেসব প্রার্থী এইচএসসি পরীক্ষার্থী তারা ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষে প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে যাত্রার নির্ধারিত স্থান থেকে বিনা খরচে পুলিশ লাইনসে আসার সুযোগ পাবে।
পুলিশের সরাসরি তত্ত্বাবধানে এসব প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার এই বিশেষ উদ্যোগ নিয়োগ পরীক্ষাকে আরও অংশগ্রহণমূলক ও প্রার্থীবান্ধব করে তুলবে বলে মনে করেন, অতিরিক্ত পুলিশ সুপার ( গণমাধ্যম মুখপাত্র) জসিম উদ্দীন চৌধুরী।
তিনি বলেন, মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীনতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ প্রসঙ্গে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করা চকরিয়ার এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ আমিন বলেন, মাইলস্টোন দুর্ঘটনার কারণে পরীক্ষা পিছিয়ে ১৭ তারিখ করা হয়, আবার এই নিয়োগ পরীক্ষাও একই দিন তাই দুশ্চিন্তায় ছিলাম। ভেবেছি এটাও পেছানো হবে যাই হোক এখন এমন ব্যবস্থা আমাদের জন্য ভালো হয়েছে।
যাত্রার সময়সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ আগসট পেকুয়ার মগনামা ঘাট থেকে বিকেল ৩টায়, পেকুয়া চৌমুহনী থেকে বিকেল ৩টা ২০ মিনিটে এবং চকরিয়া বাস স্ট্যান্ড থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ‘ব্যবস্থা করা’ পরিবহনগুলো। ঢাকা পোস্ট