উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১:২৮ পিএম

কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর টমটম চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেফতার করেছে কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর সদস্যরা। আজ সোমবার এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন র‍্যাব।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ঘটনার পরপরই র‍্যাবের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে পৃথক অভিযানে ঘটনার মূল হোতা স্থানীয় ইসলামপুর এলাকার মোঃ হোছনের পুত্র সন্ত্রাসী মোস্তফা ও তার দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

এ সময় হত্যার আলামত এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য সহযোগিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে র‍্যাব। বিস্তারিত পরে জানানো হবে বলে র‍্যাবের ক্ষুদে বার্তা জানানো হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা গতকাল রাতেই ঘাতকদের বাড়িতে গুড়িয়ে দিয়েছে এবং আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এসময় তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পাঠকের মতামত

একরাম হত্যা মামলায় বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ ...

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ...