উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী মিনহাজুল আবেদীন প্রকাশ রকিকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
২৯ জুন দিবাগত রাত পৌনে ১০টার দিকে খুরুশকুল কুলিয়াপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড .২২ বোর গুলি।
র্যাব ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, রকি দক্ষিন রুমালিয়ারছড়া এলাকার শফিকুর রহমান ছেলে। তার বিরুদ্ধে হত্যা, পুলিশ এ্যাসল্ট ও ডাকাতি সহ একাধিক মামলা বিচারাধিন রয়েছে।
তিনি আরও জানান, রকি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর তার নিকট থেকে ১ টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড .২২ বোর গুলি উদ্ধার করা হয়।
রকির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।