কক্সবাজারে নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজারের ২৬তম জেলা প্রশাসক হিসেবে খুব শিগগিরই যোগ দেবেন বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা মো. আ. মান্নান (১৬২৭১)। তিনি বর্তমানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব পদে দায়িত্ব পালন করছেন। কক্সবাজারে যোগদান করলে তিনি জেলা প্রশাসকের স্থায়ী দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি গত বছরের ১২ আগস্ট কক্সবাজারে যোগ দিয়ে ২৫তম জেলা প্রশাসক হিসেবে এক বছর ১০ দিন দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত ডিসি নিজাম উদ্দিন আহমেদ একসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসনের পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, কক্সবাজার পৌরসভার প্রশাসক এবং নতুন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
নিজাম উদ্দিন আহমেদ ২০১৪ সালে বিসিএস ক্যাডারে যোগ দেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করে পরে কক্সবাজারের উখিয়া ও নোয়াখালী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৯ জুন তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগ দেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি যুক্তরাজ্যের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।
কক্সবাজারবাসীর প্রত্যাশা, বহুমুখী অভিজ্ঞতার আলোকে নতুন ভারপ্রাপ্ত ডিসি জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সেবা-ভিত্তিক করে তুলবেন।