পাসপোর্ট করতে এসে হাসিনাসহ দুই রোহিঙ্গা আটক
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে হাসিনা (২৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক হয়েছে। ...
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইকবাল হোসাইন। তিনি রোববার (২৬ আগস্ট) থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।
মোহাম্মদ ইকবাল হোসাইন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পীরপুর গ্রামের ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং স্কুল শিক্ষক শওকত আলী। তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএস উত্তীর্ণ হয়ে পুলিশের চাকুরিতে যোগদান করেন। এর আগে ঢাকা মেট্টোপলিটন, এয়ারপোর্ট, সিলেট মেট্টোপলিটন এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় দায়িত্ব পালন করেন।
কক্সবাজার জেলায় সার্বিক দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা চেয়েছেন।
পাঠকের মতামত