প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৯:৩২ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
এমিরেটস এয়ারলাইন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার পোস্ট করা হীরায় মোড়ানো একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, এমিরেটসের বোয়িং-৭৭৭ বিমানের একটি ফ্লাইট পুরোপুরি হীরা এবং অত্যন্ত দামি স্বচ্ছ কাঁচে খচিত। টুইটে ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, এমিরেটসের ব্লিং-৭৭৭।
হীরক খচিত এই বিমানটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের যেই টার্মিনালে রাখা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাকও রয়েছে। সূর্যের আলোতে হীরার মতই জ্বল জ্বল করছে বিমানটি।

এমিরেটসের টুইটার অ্যাকাউন্টে ছবিটি বুধবার টুইট করা হলেও তার আগের দিন মঙ্গলবার প্রথমে এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সারা শাকিল নামের এক ক্রিস্টাল শিল্পী। তার আপলোড করা ছবিটিতে লাইকও পড়েছে প্রায় ৪৭ হাজার।

একেবারে বাস্তবের মত দেখতে এই বিমানের ছবিট ঘিরে সৌখিন এবং বিলাসী মানুষদের কাছে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। ফলে ছবিটি ইন্টারনেটে ভাইরল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, এটা আমার বিমানের মতো। অপর আরেকজন লিখেছেন, হীরক বৃষ্টি।

তবে এই ছবিটির ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে তাদের এক মুখপাত্র বলেন, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। তারা শুধু ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছে মাত্র।

তিনি আরো বলেন, তবে আমি নিশ্চিত করছি, এটা বাস্তব নয়। আমরা শুধু শাকিলের ইনস্টাগ্রাম থেকে আমাদের টুইটার অ্যাকাউন্টে ছবিটি টুইট করেছি। তবে এ ধরনের বিমান আমাদের নেই।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...