ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০২/২০২৩ ৮:১৪ পিএম

নানা উপায়ে, অভিনব কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে ইয়াবা কারবারিরা। এবার রান্না করা মাংসের হটপটে করে ইয়াবা পাচার কালে চন্দনাইশ থানা পুলিশের হাতে ১ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়েছে এক নারী ইয়াবা কারবারি।

এই নারী ইয়াবা কারবারির নাম আলমাছ খাতুন (৪৮)। আলমাছ খাতুন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কায়ুকখালি এলাকার মৃত আব্দুল কাদের ও সুরা খাতুনের মেয়ে।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন।
তিনি বলেন, অভিনব কৌশল অবলম্বন করে
রান্না করা মাংসের হটপটের ভিতর থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এই নারী ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে অভিযান চালায়। এসময় কক্সবাজার থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন পরিবহনে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪০৭২) তল্লাশি চালিয়ে বাসের ১ নং সিটের যাত্রী আলমাছ খাতুন(৪৮)এর ডানহাতে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর হটপটের মধ্যে রান্না করা মাংসের নিচের ১ টি প্যানেলে সুকৌশলে লুকায়িত ৫ টি নীল রংয়ের এয়ার টাইট প্যাকেটে রাখা এক পিস ইয়াবা ট্য্যবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে আলমাছ খাতুনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

উদ্ধার হওয়া এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন একশত গ্রাম। আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।

পাঠকের মতামত