ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৫/২০২৩ ৬:৪৫ পিএম

এবার মুড়ির মোয়ায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে ধরলো র‌্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে চেক পোস্ট বসিয়ে প্রীয়োতোষ মজুমদার (৫০) নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। রবিবার (২১ মে) বিকেল ৫টার দিকে তিনটি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭টি মোয়ার ভেতরে ১২ হাজার ইয়াবাসহ আটক করে র‌্যাব। এসব ইয়াবা আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
আটক প্রীয়োতোষ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।
সোমবার (২২ মে) বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে বিশেষ চেক পোস্ট বসিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায় দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরায় বিক্রি করে। আসামি বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করত।

তিনি আরও বলেন, আসামির ব্যাগ তল্লাশি করে প্রাথমিকভাবে কোন মাদকদ্রব্য না পেলেও পরবর্তীতে তার ব্যাগের মধ্যে সংরক্ষিত তিন প্যাকেট মুড়ির মোয়ার ওজন দেখে সন্দেহ হয়। পরবর্তীতে ১টি মোয়া ভেঙে দেখা যায় তার ভিতরে পলিথিন ও স্কচটেপ দ্বারা বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা আছে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...