উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৯:৫০ এএম

বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। টেলিযোগাযোগ সেবা নিয়ে মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে ফেসবুক ও বিটিআরসির মধ্যে বিনিয়োগসংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠকে দেশে ৪ কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারীর কথা জানানো হয়েছিল। সে বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর আগস্টে। অর্থাৎ এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে দেশে ফেসবুক ব্যবহারকারী বাড়ল ৪৮ লাখ।

গতকাল সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। একই সঙ্গে শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে ‘প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স’ সেবা বিনা মূল্যে দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ করেন। শিশু অনলাইনে কী কী দেখতে পাবে, তা ঠিক করে দেয়া যায় সেবাটির মাধ্যমে।

শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিটিআরসি নিজে কোনো ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সবার কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ফোর-জি সেবা চালু রয়েছে।’

সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লঙ্ঘন ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা সেল তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘বিটিআরসির শক্তিশালী ডেটাবেজ রয়েছে। যেকোনো অপারেটরের সিম ক্রয়ের ক্ষেত্রে আঙুলের ছাপ নেয়া হয়। এতে এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন। আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি।’

গ্রাহকের কলড্রপের ভোগান্তি নিয়ে তিনি বলেন, ‘মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরত পাওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে কেউ সেবাবঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ করা যাবে।’

সভায় বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...