প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৮/০৩/২০২৩ ১:৫৪ পিএম , আপডেট: ০৮/০৩/২০২৩ ২:০১ পিএম

প্রিয়াঙ্কা বড়ুয়া আনুমানিক বয়স ৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উখিয়ার ANC কর্নারে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক ডাঃ সাবরিনা আপা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন রোগী Shock (রক্ত ক্ষরণ এর কারণ এ রোগীর ব্লাড প্রেশার কমে ও হৃদস্পদন বেড়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়া) এ চলে যাচ্ছেন। তাৎক্ষণিক ওপিডি ইনচার্জ ডা: ফাহমিদা, ডাঃ সাবরিনা আপা সহ অন্যান্য স্টাফ এর সহযোগিতা রোগীকে জরুরী বিভাগ এ আনা হয়।।তৎক্ষণাত গাইনী কনসালটেন্ট ডাঃ শাহনাজ আপা কে জরুরী বিভাগ এ আসতে বলি, কনসালটেন্ট আপা P/V ( জরায়ু পরীক্ষা) করে বলেন রোগী molar pregnancy with severe anaemia(অপরিপক্ব গর্ভধারণ ও মারাত্মক রক্তশূন্যতা) ডেভেলপ করেছে। আপাকে বলি কি করলে রোগীকে আমরা বাঁচাতে পারব।।কনসালটেন্ট আপা বলেন জরুরি ভাবে Suction evacuation and curettage ( অপরিপক্ক গর্ভ কে জরায়ু থেকে বের করে আনা) করতে হবে এবং রোগীকে ৩-৪ ব্যাগ রক্ত দিতে হবে।। এতো সব কিছু হচ্ছে কিন্তু রোগীর কোন অভিভাবক নেই। আমি কনসালট্যান্ট আপাকে আশ্বস্ত করি আপনি ওটি রেডি করেন সব ব্যবস্থা হবে।।রোগীকে দ্রুত অপারেশন থিয়েটার এ নেওয়া হয়।ল্যাব এ বলে দি জরুরিভাবে পরীক্ষা নিরীক্ষা যা লাগে করে দিতে। আমাদের হাসপাতালের নিরাপত্তা কর্মী পাইমং মারমা কে বলি তোমার রক্তের গ্রুপ কি।।সৌভাগ্যবশত পাইমং এর সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে যায়।।পাইমং বলে স্যার আমি কখনো রক্ত দি নাই।আমি বললাম আজ একজন এর জীবন বাচাতে তুমি রক্ত দিবা।।পাইমং রক্ত দিতে রাজি হয়ে যায়। রক্তের ডোনার সাথে যোগাযোগ করতে থাকি। এর মধ্যে রোগীর অভিভাবক আসে উনাদের পুরো বিষয় টা বুঝিয়ে বলা হয়।।কনসালটেন্ট ডাঃ শাহনাজ আপা ও তার ওটি টিম ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ তৌহিদ অত্যন্ত যত্ন সহকারে রোগীর অপারেশন সম্পন্ন করেন এবং রোগীকে অবজারভেশন এ রাখেন।। রোগী হাসপাতালে আসা থেকে শুরু করে অপারেশন সম্পন্ন হওয়া পর্যন্ত রোগী র কোন দায়িত্বশীল অভিভাবক কে পাইনি কিন্তু আমাদের সকলের উদ্দেশ্য ছিল এ রোগীর জীবন বাঁচানো। রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। এমন গল্প গুলো প্রতি নিয়ত ঘটে।। কিছু প্রকাশ করি বাকি টুকু অপ্রকাশিত।। ধন্যবাদ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একদল নিবেদত প্রাণ দের।। প্রিয়াঙ্কা বড়ুয়া ও তার পরিবার কে সুন্দর একটা সকাল দিতে পেরে একটা নির্মল শান্তি কাজ করছে।।এ শান্তির কিন্তু কোন বিনিময় নেই।।

ডাঃ মহিউদ্দিন মুহিন,
আবাসিক মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উখিয়া

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...