বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ফিক্স আওয়ার ক্লাইমেট (Fix Our Climate) ক্যাটাগরিতে দেশের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের জন্য সংস্থাটিকে এ সম্মানে ভূষিত করা হয়।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জার্মান ফর্মুলা ওয়ান কিংবদন্তি সেবাস্টিয়ান ভেটেল।
অনুষ্ঠানে বক্তৃতাকালে রুনা খান বলেন, “দি আর্থশট প্রাইজ পাওয়া আমাদের জন্য বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা, উদ্ভাবন ও সংগ্রামকে বিশ্বের সামনে তুলে ধরবে।” তিনি আরও বলেন, “এ অর্জন সবার—বিশেষ করে সেই মানুষেরা, যাদের জন্য আমরা কাজ করি। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”
২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম পরিবেশ রক্ষায় বৈশ্বিক উদ্ভাবনকে উৎসাহ দিতে দি আর্থশট প্রাইজ প্রবর্তন করেন। তিনি পুরস্কারপ্রাপ্তদের ‘বিশ্বের প্রকৃত অ্যাকশন হিরো’ হিসেবে অভিহিত করেন। পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ীদের দেওয়া হয় ১০ লাখ পাউন্ড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, গায়িকা কাইলি মিনোগসহ আন্তর্জাতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশি সংস্থা ফ্রেন্ডশিপের এই অর্জন দেশের জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় নতুন গৌরব যোগ করেছে।