উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭/০৩/২০২৩ ২:৪২ পিএম

বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো “সেন্টমার্টিন TEAM-09 নাইন সেট ফুটবল টুর্নামেন্ট”-২০২৩ ইং।

আবুল কালাম আজাদের সঞ্চালনায় ৩ মার্চ শুক্রবার বিকেল ৪ ঘটিরার সময় তৃতীয় বারের মতো বর্ণিল আলোকসজ্জা সেজে উদ্বোধন হলো সেন্টমার্টিন TEAM-09 এর আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে স্পনসরে আছে বাংলাদেশ ট্যুরস এন্ড ট্রাভেল, সেন্টমার্টিন সী প্রবাল বীচ রিসোর্ট, সিটিবি রিসোর্ট সেন্টমার্টিন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মুজিবুর রহমান মুজিব।
এসময় মুজিবুর রহমান মুজিব চেয়ারম্যান বলেন, সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমার সেন্টমার্টিন দ্বীপের সকল যুবকদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি নিজেকে খেলাধুলায় নিয়োজিত রাখতে হবে। যারা এতো সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করেছে তাঁদেরকে আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট সফল করতে আমার সার্বিক সহযোগিতা থাকবে।

টুর্নামেন্টের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টমার্টিন সী প্রবাল বীচ রিসোর্টে স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সেন্টমার্টিন TEAM -09 তারা আজ সফল আয়োজক। উক্ত আয়োজনের মধ্য দিয়ে এ দ্বীপের সকল যুবকদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে পেরেছে। আমরা সেন্টমার্টিন দ্বীপের মানুষ ফুটবল খেলা খুবই পছন্দ করি। তাই এতো চমৎকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় টিম জিরো নাইনের সকল সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি।
তৃতীয় আসরের এই জমকালো আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলম, খুরশেদ আলম, মোঃ সৈয়দ আলম, আল নোমান ছিদ্দিকী। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক। সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ, সেক্রেটারি জাহাঙ্গীর আলম। স্প্রীড বোট লাইন্সম্যান আ
মোঃ জাহাঙ্গীর। বাংলাদেশ মানবাধিকার কমিশন সেন্টমার্টিন পর্যটন শাখার সেক্রেটারি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ ছাত্রলীগ সেন্টমার্টিন ইউনিয়ন শাখার সেক্রেটারি জিয়াউল হকসহ খেলা দেখতে সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় খেলা প্রেমীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এফএফ রাজ বাহিনী ফুটবল দল এবং বোট মালিক সমিতি ফুটবল দল।
উক্ত খেলায় এফএফ রাজ বাহিনী ফুটবল দল ০৩ গোলে বিজয় লাভ করে।

মোট ৯ টি টিম নিয়ে উক্ত টুর্নামেন্টের খেলা শুরু হয়। টিমগুলো যথাক্রমে-
এফএফ রাজ বাহিনী ফুটবল দল, জিসান ফুটবল দল,বোট মালিক সমিতি ফুটবল দল, গুলাপাড়া ফুটবল দল, ভাই ভাই ফুটবল দল, সাইফ স্পোর্টিং ক্লাব, নয়াপাড়া ফুটবল টিম, টিম জিরো নাইন ফুটবল টি-০১ এবং জিরো নাইন ফুটবল টিম-০২।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...