এম,এস রানা::
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজপতি বাবু রায়মোহন বড়ুয়াকে আহবায়ক ও বাবু নিমাংশু বড়ুয়াকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করবে। আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে যুগ্ন আহবায়ক বাবু ক্ষেমানন্দ বড়ুয়া, বাবু পটল বড়ুয়া, বাবু লোকনাথ বড়ুয়া মিস্ত্রী, সদস্য যথাক্রমে সুশীল বড়ুয়া, বাবু ভুলু বড়ুয়া, বাবু প্রেমলালবড়ুয়া ও বাবু বদ বড়ুয়া প্রমুখ।