এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?
উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...
উখিয়া উপজেলার সর্বপ্রথম নিয়মিত নিউজ পোর্টাল উখিয়া নিউজের জন্মদিনে এই পোর্টালে কর্মরত সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের শুভেচ্ছা জানাচ্ছি। অাশা করছি উখিয়া অাগামী দিনে উখিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরবে এই প্রত্যাশা করছি।
শুভেচ্ছান্তে
হেলাল উদ্দিন
সভাপতি
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতি
পাঠকের মতামত