প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ইয়াবা ব্যবসায় জড়িয়ে এবার আটক হলেন মো.রফিকুল ইসলাম (৪৭) নামে আনসার ব্যাটেলিয়নের এক সদস্য। একইসঙ্গে আটক করা হয়েছে শরণার্থী হিসেবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে থাকা নূর আহমদকে (৫০)।

রোববার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের নগরীর সদরঘাট থানার হোটেল শাহজাহান থেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আনসার সদস্য খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন বলে বাংলানিউজকে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ।

‘১৮ আগস্ট খুলনায় আনসার সদর দফতরে যাবার কথা বলে ছুটি নেন রফিকুল। পরদিন তিনি সরাসরি উখিয়ায় পৌঁছেন। নূর আহমদের সঙ্গে মিলে ইয়াবা সংগ্রহ করে আজ (রোববার) দুপুরে তারা নগরীতে এসে পৌঁছেন। ’ বলেন শামীম আহমেদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (চট্টগ্রাম মেট্রো) তপন কান্তি শর্ম্মা বাংলানিউজকে বলেন, নগরীতে এসে শাহজাহান হোটেলে ২৫০ নম্বর কক্ষ ভাড়া নিয়ে তারা ইয়াবাগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তপন।

এর আগে গত ১৫ আগস্ট চট্টগ্রাম নগরীতে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন কোস্টগার্ডের এক সদস্য।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...