প্রিয় এলাকাবাসী (উখিয়া ও টেকনাফ উপজেলা), সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এখন হতে সন্ধ্যা ৬ টার পর কাউকে ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এছাড়াও দিনের বেলায় এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারবে না, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কাজেই, এখন হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাউকে সন্ধ্যা ৬ টার পর ঘরের বাইরে পাওয়া গেলে সরকারি নির্দেশনা যথাযথ ও কঠোরভাবে পালন করা হবে।
অত্যন্ত জরুরি ভিত্তিতে কারো কিছু দরকার হলে থানা পুলিশ থেকে আপনাকে সরাসরি সহায়তা করতে আমরা সদা জাগ্রত। সেক্ষেত্রে সরাসরি নিচের সরকারি নম্বরে যোগাযোগ করতে পারেন-
১.অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল)-০১৭১৩৩৭৩৬৬১
২.ওসি, উখিয়া থানা-০১৭১৩৩৭৩৬৬৫
৩.ওসি, টেকনাফ থানা-০১৭১৩৩৭৩৬৬৬
Regards,
Nihad Adnan Taian
Addl SP (Ukhiya-Teknaf Circle), Cox's Bazar