
উখিয়া নিউজ ডেক্স::
উখিয়ায় সেনা সদস্যের নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ মহেশখালী ধলঘাটা মুজিবকিল্লা মহুরী ঘোনা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী (৪৬) কে গত রবিবার রাত ১০টার দিকে মরিচ্যা গরুর বাজার এলাকা থেকে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, গত ২০ মে ১১টার দিকে মোহাম্মদ আলী সেনা সদস্যের পরিচয় দিয়ে মরিচ্যা বাজারের আবুল হোছনকে টেলিফোন অপারেটরের চাকুরী দেওয়ার নামে ৫০ হাজার টাকা এবং আব্দু শুক্কুর ও হেলালকে স্কুলের পিওনের চাকুরী দেওয়ার নামে ২০ হাজার টাকা ও ২টি করে পাসপোর্ট সাইজের ছবি আদায় করে। স্থানীয় গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মরিচ্যা বাজার থেকে প্রতারক মোহাম্মদ আলীকে আটক করে। এ ব্যাপারে দক্ষিণ মরিচ্যা গ্রামের মোঃ আকবর বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং (২৮), তারিখঃ ২২/০৫/২০১৭ই। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া নিউজ ডটকমকে বলেন, ওই প্রতারকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পাঠকের মতামত