শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার গাল্স স্কুলের অস্থায়ী বিশেষ ক্যাম্পের বিজিবি’র সদস্যরা গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ঘিলাতলিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে টেকনাফ হতে ছেড়ে আসা একটি সিএনজি গাড়ী থেকে সাড়ে ৭লাখ টাকার বার্মিজ সিগারেট সহ চোরাই মালামাল বহনকারী একটি সিএনজি গাড়ীটি আটক করেছে। যার নং-(কক্সবাজার-ঠ-১১-২৪৪৬)। আটক সিএনজি গাড়ীটি ও সিগারেট গুলো বালুখালী কাষ্টম্সে জমা করা হয়েছে বলে জানিয়েছেন ৩৪বিজিবি’র সহকারি পরিচালক মোঃ মোসলেম উদ্দিন।