প্রকাশিত: ১৮/০১/২০২২ ১০:১৭ এএম

রফিক উদ্দিন বাবুল,উখিয়া ::
উ‌খিয়ার বৃহত্তম সাপ্তাহিক ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা খ‌্যাত সর্বসাধারনের ব‌্যবহার্য সদর দা‌রোগা বাজা‌রের কো‌টি টাকা মু‌ল্যের খাসপুকুরটি জবরদখল করছে এক হিন্দু ব্যবসারী। পুকুরে যাওয়া আসার একমাত্র ‌ফেরা‌ফে‌রি বা চলাচ‌লের পথ বন্ধ ক‌রে দেয়ার ঘটনায় বাজা‌রের ভোক্তা সাধারণ প্রশাস‌নের বি‌ভিন্ন দপ্ত‌রে অভিযোগ করছে।

উ‌খিয়া বাজা‌রের প্রত‌্যক্ষ‌দ‌র্শি ব‌্যবসা‌য়িরা জানান, এ বাজা‌রে স্থানীয়‌দের পানীয় জ‌লের সমস‌্যা সমা‌ধানে সরকা‌রি খাসজ‌মির উপর স্থীত ৮৩শতক দৈর্ঘ্য প্রস্থের পুকুরটি জবর দখল করেছে মৃত অভিনাস চন্দ্র আইচের পুত্র মৃদুল আইচ ও মৃত বাদল দা‌শের পুত্র উৎল দাস। এ ব‌্যাপা‌রে ক‌য়েকজন নিয়‌মিত ক্রেতা কাজী র‌ফিক উ‌দ্দিন ও আবদুল গ‌নি জানায়, একসময় ঐ পুকুর‌টি সাতার প্রতি‌যো‌গিতা থে‌কে শুরু ক‌রে নিত‌্যপন‌্য প‌রিস্কার ক‌রে হা‌টে উঠা‌তো ক্রেতা সাধারণ। কিন্তু ক‌থিপয় দুষ্টচক্র পুকুর পা‌ড়ে অ‌বৈধ ভাড়া‌টিয়া বস‌তি গ‌ড়ে তোলার কার‌ণে অসংখ‌্য ক্রেতা বি‌ক্রেতা সাধারণকে মৌ‌লিক অ‌ধিকার থে‌কে ব‌ঞ্চিত করা হ‌য়ে‌ছে।

স্থানীয়‌দের অভিযোগ, জৈনক কালা বাদ‌লের ছে‌লে উৎপল দাশ তার অ‌বৈধ কা‌লো টাকার ব‌দৌল‌তে সরকা‌রি পুকুর সংলগ্ন খাসজমিতে বহুতল ভবন গ‌ড়ে তো‌লে‌ছে। সর্বসাধার‌ণের ব‌্যবহার্য রাস্তা‌টি বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে পুকু‌রে যাওয়া আসার রাস্তা‌টি। বাজা‌রের ক্রেতা হা‌মিদুর রহমান ও বি‌ক্রেতা না‌জির হোছন জানায়, তা‌দের জীবদ্বশায় এ পুকুর‌টি সর্বসাধার‌ণের জন‌্য উন্মুক্ত ছিল। বর্তমা‌নে এ পুকুর‌টি জবরদখল হ‌য়ে যাওয়ার ঘটনায় বৃহত্তর জন‌গো‌ষ্টি প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন। ঐ পুকুর‌টি যতদ্রুত সম্ভব উদ্ধার ক‌রে পুনরায় সর্বসাধার‌ণের জন‌্য উন্মুক্ত ক‌রে দেওয়ার দাবী জানা‌নো হ‌য়ে‌ছে।

বাজার ক‌মি‌টির সভাপ‌তি একরামুল হক সর্বসাধার‌ণের জন‌্য ব‌্যবহার্য পুকুর‌টি দখলমুক্ত করার জন‌্য প্রশাস‌নের প্রতি জোরা‌লো দাবী জা‌নি‌য়ে‌ছেন।
উ‌খিয়া সহকা‌রি ক‌মিশনার ভু‌মি মো: তাজ উ‌দ্দিন জানায়, সরকা‌রি সম্পদ জবরদখল মুক্ত কর‌তে প্রশাস‌নের স‌র্বোচ্চ প্রচেষ্টা অব‌্যাহত থাক‌বে।

পাঠকের মতামত