প্রকাশিত: ০৭/০১/২০১৭ ৮:০২ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নে বিচারকের উপস্থিতিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে। জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের মোঃ উল্লাহর ছেলে নুর মোহাম্মদের বসত বাড়ীতে একটি শালিসী বৈঠক বসছিল। বিচার চলাকালীন সময়ে বন ভূমির জমিকে কেন্দ্র করে মোঃ হোসনের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও অস্ত্রধারী নামে খ্যাত সাইফুল্লা ও তার ৩ সন্ত্রাসী ছেলে আহাম্মদ হোসন, জাহেদ হোসেন ও আক্তার মিয়া সহ আরো কয়েকজন মিলে সশস্ত্র অবস্তায় একই এলাকার মৃত নাজির হোসনের ছেলে মোঃ উল্লাহ তার স্ত্রী মোকতার বেগম, নুর মোহাম্মদের স্ত্রী ছমুদা আকতার ও মোঃ উল্লার ছেলে নুর মোহাম্মদকে তার বাড়ীতে শালীসকারক আবু তাহের, জোহুর আলম, মোস্তাক ও আবুল কাশেম এর উপ¯ি’তিতে এ হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে, শালীস কারক জুহুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই পক্ষকে নিয়ে জমির বিরোধ নিস্পক্তি করতে চাই ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ হোসনের ছেলে সাইফুল্লার নেতৃত্বে উক্ত হামলার ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নুর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলে জানা গেছে। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আরিফ বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছি। তবে আমাদের হাতে অভিযোগ দেয়নি।

পাঠকের মতামত

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...