প্রকাশিত: ০৭/০১/২০১৭ ৮:০২ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নে বিচারকের উপস্থিতিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে। জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের মোঃ উল্লাহর ছেলে নুর মোহাম্মদের বসত বাড়ীতে একটি শালিসী বৈঠক বসছিল। বিচার চলাকালীন সময়ে বন ভূমির জমিকে কেন্দ্র করে মোঃ হোসনের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও অস্ত্রধারী নামে খ্যাত সাইফুল্লা ও তার ৩ সন্ত্রাসী ছেলে আহাম্মদ হোসন, জাহেদ হোসেন ও আক্তার মিয়া সহ আরো কয়েকজন মিলে সশস্ত্র অবস্তায় একই এলাকার মৃত নাজির হোসনের ছেলে মোঃ উল্লাহ তার স্ত্রী মোকতার বেগম, নুর মোহাম্মদের স্ত্রী ছমুদা আকতার ও মোঃ উল্লার ছেলে নুর মোহাম্মদকে তার বাড়ীতে শালীসকারক আবু তাহের, জোহুর আলম, মোস্তাক ও আবুল কাশেম এর উপ¯ি’তিতে এ হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে, শালীস কারক জুহুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই পক্ষকে নিয়ে জমির বিরোধ নিস্পক্তি করতে চাই ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ হোসনের ছেলে সাইফুল্লার নেতৃত্বে উক্ত হামলার ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নুর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলে জানা গেছে। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আরিফ বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছি। তবে আমাদের হাতে অভিযোগ দেয়নি।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...