উখিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি), উখিয়া একরামুল কবির।
প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, উখিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মায়িসা, রাজাপালং ইউনিয়ন যুবলীগ নেতা সুজন, কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, ডা: মো: শাহাব উদ্দিন। উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিয়া।