প্রকাশিত: ২৮/০২/২০১৭ ১১:৫৬ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার রেজুখালের মাটির ক্রসবাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খালে জমানো পানি সরে যাওয়ায় চাষাবাদ, সবজি ক্ষেত ব্যাপক ক্ষয়ক্ষতি সহ সেচ কাজে মারাত্বক ব্যাহত হয়েছে। গত সোমবার রাতে শুত্রুতামূলক দুর্বৃত্তরা মাটির বাঁধটি পরিকল্পিত ভাবে কেটে দিয়েছে এমন অভিযোগ এলাকাবাসীর।

জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত রেজুখাল। শুস্কমৌসুমে সামুদ্রিক জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় পূর্ব পাইন্যাশিয়া, চরপাড়া, পিনিজিরকুল, বড়–য়া পাড়ায় অসংখ্য বসতবাড়ীর টিউবওয়েল আয়রনযুক্ত হয়ে যায়। যার ফলে লবণাক্ত পানি খাবার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও লবণাক্ত পানির কারণে চাষাবাদ করা যায় না। ফলজ গাছ সহ সুপারী গাছ নারিকেল গাছের মড়ক দেখা দেয়।

এলাকাবাসীরা জানান, সমুদ্রের জোয়ারের লবণাক্ত পানি থেকে রক্ষা ও শুস্কমৌসুমে চাষাবাদ করার জন্য গত ২ মাস পূর্বে রেজুখালের ব্রীজের দক্ষিণাংশে চর পাড়ায় একটি মাটি দিয়ে ক্রসবাঁধ দেওয়া হয়। গ্রামবাসী শফিকুর রহমান (৬৮) জানান, এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে এ বাঁধটি দেওয়া হয়েছে। উক্ত বাঁধের পানি দিয়ে স্থানীয় ভাবে চাষাবাদ ও সবজি ক্ষেত করেছে চাষীরা।

সুকুমার বড়–য়া অভিযোগ করে বলেন, পূর্বশুত্রুতার জের ধরে কতিপয় ব্যক্তির গত সোমবার রাতে রেজুখালের ক্রসবাঁধটি কেটে দেয়। ফলে খালে জমানো সম্পূর্ণ পানি সরে গেছে। গ্রামবাসী শামশুল আলম জানান, শুত্রুতারমূলক দুর্বৃত্তরা ক্রসবাঁধটি কেটে দেওয়ায় শুস্কমৌসুমে চাষাবাদ ও সবজি চাষে মারাত্বক ব্যাহত হয়েছে। সচেতন এলাকাবাসীর মত বাঁধটি ধ্বংস করে দেওয়ায় প্রতিদিন সাগর থেকে সমুদ্রের জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ সহ খালের ভাঙ্গন দেখা দিয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...