শহিদুল ইসলাম, উখিয়া ::
জেলা পুলিশ সুপার ড.এ কে এম ইকবাল হোসেন জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পড়ালেখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনমত তৈরী করতে ছাত্র-ছাত্রীর ভুমিকা অপরিসীম। পুরো জেলাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান। রবিবার দুপুর ১টার দিকে উখিয়া ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উখিয়া থানা পুলিশের আয়োজনে উখিয়া কলেজ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফজলুল করিম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবদুল হক, উখিয়া থানার ওসি আবুল খায়ের,তদন্ত ওসি কায় কিসলু । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হিসাব রক্ষক জিয়াউল হক,গীতা পাঠ করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অজিত কুমার দাশ ও ত্রিপিটক পাঠ করেন সোনিয়া বড়ুয়া।