প্রকাশিত: ০৯/০৮/২০২১ ১০:৩৬ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
দেশে করোনা।ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এখনো চরম উদাসীন গ্রামবাসীর। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে স্বাস্থ্যবিভাগ ও প্রশাসন প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তা আমলেই নিচ্ছে না অধিকাংশ মানুষ। রাস্তা-ঘাটে, হাট-বাজার, মার্কেট, ও বিভিন্ন পরিবহনে মাস্ক পরিধান না করেই অধিকাংশ মানুষ চলাচল করছে। আবার অনেকে মাস্ক পরছে কিন্তু সঠিকভাবে না। তারা মাস্ক খুতনির নিচে নামিয়ে রাখছে। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও সতর্ক করলেও টনক নড়ছে না। ডাক্তার রাজিব বলেন, করোনাভাইরাস ঠেকাতে ভ্যাকসিনের চেয়ে মুখে মাস্ক পরিধান করা বেশি কার্যকর। আপনি যতদিন ভ্যাকসিন না পাবেন ততদিন মুখে মাস্ক পরিধান, তথা স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া উপায় নেই। কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। পরামর্শ না মানলেও এখন করোনা ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। উখিয়া দারোগা বাজারের জহির আহমদ নামের এক সবজি বিক্রেতাকে মাস্ক পরেন নি কেন প্রশ্ন করতেই লজ্জিত দৃষ্টিতে তাকিয়ে ক্রেতা আছে তো বলেই প্যান্টের পকেট হাতড়ে দুমড়ে-মুচড়ে থাকা মাস্ক বের করে তাড়াতাড়ি মুখে লাগালেন। মাস্ক খুলে রাখার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, সবজি বেচা-কেনার সময় কাস্টমারের সাথে অনেক কথা বলতে হয়। মুখে মাস্ক লাগিয়ে কথা বলা যায় না। কাস্টমারও বোঝে না। তাছাড়া অস্বস্তিও লাগে। এ কারণে খুলেপকেটে রেখেছি। কুতুপালং, বালুখালী ও উখিয়া সদর দারোগা বাজার ঘুরে দেখা গেছে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্বেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কেউ কেউ থুতনির নিচে মাস্ক নামিয়ে রাখছে। রোহিঙ্গা শ্রমিক সালামত উল্লাহ বলেন, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে শ্বাস-প্রশ্বাস আটকে আসে। তাই আমরা রোহিঙ্গারা তেমন একটা মাস্ক ব্যবহার করি না। কুতুপালং বাজারে আব্দুল মজিদ তার দোকানের পণ্যের দাম নিয়ে কথা বলছিলেন। দোকানে বসে থাকার সময় তার মুখে মাস্ক ছিল না। ক্রেতার সঙ্গে কথা বলার সময় মাস্কটি থুতনির নিচে নামিয়ে নেন তিনি। মাস্ক খুলে কেন কথা বলছেন জানতে চাইলে আবদুল মজিদ বলেন, টানা কতক্ষণ মাস্ক পরে থাকা যায় বলুন? সারা দিনই কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলতে হয়। এ কারণে ঝুঁকি জেনেও মাস্ক নামিয়ে কথা বলি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...