পূর্ব শত্রুতার জের ধরে উখিয়া উপজেলার বটতলী এলাকার একটি বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালিয়েছে চিন্থিত ইয়াবা ব্যবসায়ীর নেতৃত্বে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে আহত হয়েছে মহিলা সহ ৩ জন। গত শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে,উপজেলার বটতলী কোনারপাড়া এলাকার চিন্থিত ইয়াবা ব্যবসায়ী মৃত হাবিবুর রহমানের পুত্র আলী আকবর টাকার গরমে পাশ্ববর্তী হাকিম আলীর ছেলে কোরবান আলীর বসতভিটে জবর দখল করার পায়তারা চালিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে। এ নিয়ে কোরবান আলীকে মেরে ফেলা সহ গুম করার হুমকি ধমকি দিয়ে আসছিল ইয়াবা ব্যবসায়ী আলী আকবর।এরই ধারাবাহিতায় গত শনিবার বিকেলে বসতভিটে জবরদখল নিতে আলী আকরবের নেতৃত্বে সন্ত্রাসীরা কোরবান আলীর বসতভিটেয় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বসতভিটের চালা খুলে ফেলে ব্যাপক ভাংচুর চালায়। বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয় কোরবান আলীর মা লায়লা বেগম(৬০), স্ত্রী জোবাইদা আক্তার (২৪) ও বোন রাজিয়া বেগম(১৬)। এ ব্যাপারে কোরবান আলী বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার দায়ের করার পরও বাদীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।