শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫			
			
				উখিয়ায় বন্যায় পানির স্রোতে নিখোঁজ ইতুনের লাশ উদ্ধার			
			প্রকাশিত - জুলাই ৬, ২০১৭ ৬:২০ পিএম
			
								
শহিদ রুবেল, উখিয়া::
 
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্মাপালং গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে নিখোঁজ  ইতুন বড়ুয়া  (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত বুধবার চৌধুরীপাড়া গ্রামে বন্যার পানিতে বাড়িঘর ডুবে থাকা নিজ খালাকে দেখতে গিয়ে পানিতে ভেসে যায় রত্মাপালং ইউনিয়নের ইতুন বড়ুয়া। তাৎক্ষণিকভাবে  স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও ইতুন বড়ুয়া খোজ মেলেনি। এদিকে আজ বৃহস্পতিবার বিকালে হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান শাহ আলমের বাড়ির পিছনের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের নিকটাত্মীয় মধ্য রত্না গ্রামের বিজন বড়ুয়া।
			 
			
			
				
				  
					Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.