প্রকাশিত: ০১/০১/২০২২ ৬:৫৫ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, অভিভাবকেরা তাদের সন্তানদের তুলে দিয়েছেন আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর সম্মানিত শিক্ষকদের হাতে। শিক্ষকরা তাদের গুরু দায়িত্ব পালনে আন্তরিক হবেন। অভিভাবকেরা সচেতন থাকবেন। ছাত্র-ছাত্রীরা পড়া-লেখায় মনোযোগী হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। গত দুই বছরে করোনায় আমরা সব ক্ষেত্রে পিছিয়ে গেছি। সামনে আমাদের আগাতে হবে। নতুন শিক্ষাবর্ষে নতুন বই বিতরণ করতে এসে নিজাম উদ্দিন আহমেদ তার শৈশবের স্মৃতি স্বরণ করেন। তিনি বলেন, সেই ছোটবেলার কথা মনে পড়ে। যখন নতুন বই পেতাম তখন কত আনন্দ লাগত। বই হাতে পাওয়ার আনন্দটাই আলাদা। নতুন বই হাতে পেলে পরে বইয়ের সে ঘ্রাণটা নেয়া, বইয়ের পাতা উল্টিয়ে দেখা, বইয়ের ওপর নতুন করে মলাট দেয়া, তার ওপর নাম লেখা এটা একটা অন্যরকম অনুভূতি। ১ লা জানুয়ারি উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা দারুণ খুশি। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, তপন কুমার শর্মা, কোহিনুর বেগম, মোহাম্মদ আব্দুস সালাম, অলক রুদ্র, মৌসুমী বড়ুয়া, মোহাম্মদ আব্দুল আলিম, উম্মে সালমা ফেরদাউস, নিরঞ্জন বড়ুয়া, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, অন লাইন প্রেস ক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদ ও কাজি আক্তারুদ্দিন টুনু।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...