উখিয়া নিউজ ডটকম;;
উখিয়ার বালুখালী ও কুতুপালং বস্তিতে বিভিন্ন এনজিও সংস্থার রোহিঙ্গাদের গোপনে ত্রান সামগ্রী বিতরন করছে।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঢালাওভাবে ত্রান সামগ্রী বিতরন করায় এসব রোহিঙ্গারা প্রাপ্ত ত্রান সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে।
গত শুক্রবার রাতে ত্রান সামগ্রী বিক্রয় করার সময় উখিয়া থানা পুলিশ ৪ জন রোহিঙ্গাকে হাতে নাতে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ত্রান সামগ্রী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, বিভিন্ন এনজিও সংস্থা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গাদের ত্রান সামগ্রী বিতরন করছে। রোহিঙ্গারা এসব ত্রান সামগ্রী আবার বাহিরে বিক্রি করছে।
তিনি বলেন, প্রকৃত পক্ষে যারা ক্ষতিগ্রস্ত গরীব অসহায় তাদের তালিকা করে ত্রান বিতরন করা হলে এ অবস্থার সৃষ্টি হতো না।