ফারুক আহমদ, উখিয়া::
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ্জাহান চৌধুরী বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে দেশের সম্পদ ও অর্থ লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি জনগণের মৌলিক অধিকার গণতন্ত্রকে গলাটিপে ধরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রহসনমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন আওয়ামী লীগকে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
গতকাল উখিয়া জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা কবলিত এলাকায় পৃথক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্টানে তিনি এ কথা বলেন।
উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বন্যায় কবলিত অধিকতর ক্ষতিগ্রস্থ ৫শ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। পশ্চিম রতœা, রুমখাঁ মনির মার্কেট, জুম্মাপাড়া, আনাইরপাড়া, পাইন্যাশিয়া, পূর্ব পাইন্যাশিয়াসহ বেশ কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বিএনপির নেতা ছাবের আহমদ কন্ট্রাক্টর, হাজী ছৈয়দ উল্লাহ, ফজল কাদের চৌধুরী, ওবাইদুল হক মেলু, দলিলুর রহমান শাহীন, যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাবিদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী প্রমূখ।