প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ৯:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৪ পিএম

শহিদুল ইসলাম
উখিয়া ::

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। স্হানীয় ক্ষমতাশীন দলের নেতাদের অাশ্রয়ে এ ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।এখানকার ইয়াবা ব্যবসায়ীরা প্রতিদিন এ ব্যবসা করতে কত গুলো বহনকারী নিয়োগ দিয়েছেন। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। থানা পুলিশের নিকট তারা পলাতক। স্হানীয় গ্রামবাসী বলছেন ইয়াবা ব্যবসার কারনে এখানকার পরিবেশ নষ্ট হচে্ছ। তালিকাভুক্ত ব্যবসায়ীদের গ্রেফতার করার দাবী জানান।উখিয়ার টাইপালং এলাকায় শীষ ইয়াবা ব্যবসায়ী হাফেজ মো অালীর নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট গঠে তুলেছে। এসিন্ডিকেটে সদস্য রয়েছে দশ জন। গত কয়দিন সরেজিমন ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় দীঘদিন ধরে বসবাস করে অাসছিল। স্হানীয় ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগসাজসে এ ব্যবসা চালিয়ে যাচে্ছ। মো অালী ইয়াবা ব্যবসা করে একটি দালান ঘর। পাশাপাশি একটি সিএনজি গাড়ী রয়েছে।নামে বেনামে সহায় সম্পদ অাছে।হাফেজ মো অালীর ইয়াবা ব্যবসা দেখ ভাল ওবহনকারী হিসাবে কিছু যুবক রয়েছে। উখিয়া থানা ওসি অাবুল খায়ের বলেন ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে্।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...