করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারান্টাইন নির্দেশ অমান্য করার দায়ে ১৯ মার্চ বৃহস্পতিবার মোবাইল কোর্টের মাধ্যমে উখিয়া উপজেলায় বিদেশ ফেরত এক প্রবাসীকে ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জান চৌধুরী।
তিনি আরো জানান,জীবন বিপন্নকারী করোনাভাইরাস রোগের সংক্রমন বিস্তার প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তার/ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য থাকলে উপজেলা প্রশাসন, উখিয়া,কক্সবাজার কে অবহিত করুন। সকলকে এ বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।