ডেস্ক রিপোর্ট ::
উখিয়া উপজেলায় চলমান হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির নামে চলছে তালবাহানা। প্রকল্পের নাম থাকলেও শ্রমিক নেই। কিছু কিছু প্রকল্পে কাজ চললেও তা লোক দেখানো। সোমবার রাজাপালং ইউনিয়নের ৯টি প্রকল্প ঘুরে এমনটি চিত্র দেখা যায়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ জানান,আজ বই উৎসবের দিন তাই কর্মসৃজনের ব্যাপারে তার কিছু জানা নেই।
রাজাপালং ৩০ নং প্রকল্পে কুতুপালং প্রকল্পে ৩৭ জন শ্রমিকের স্থলে কাজ করছে ৮ জন শ্রমিক। সভাপতি শামসুন নাহার বেগমের মুটো ফোন ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাজাপালং ৩১ নং প্রকল্প ঘুরে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা শাহজাহান জানান,তার বাড়ী পর্যন্ত প্রকল্প নির্ধারন করা হলেও এ পর্যন্ত কোন শ্রমিকের দেখা পাওয়া যায়নি।