উখিয়া নিউজ ডেস্ক :: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় গলায় ওড়না পেছিয়ে কলেজ ছাত্রী শাহিনুর আকতার (১৭) কে হত্যা করার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত।
গত শনিবার সকাল ১১ টায় কলেজে প্রাইভেট পড়তে আসার পথিমধ্যে সাবেক রুমখাঁ এলাকায় এঘটনাটি ঘটে।
এব্যাপারে কলেজ ছাত্রীর পিতা মোক্তার আহমদ রবিবার উখিয়া থানা একটি অভিযোগ করেছে।
সূত্রে জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ মৌলভী পাড়া গ্রামের আকতার মিয়া মিস্ত্রির ছেলে ইমরান উদ্দিন (২১), শাহিনুর আকতারকে প্রতিনিয়ত কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। গত ৮ মার্চ কলেজে আসার পথিমধ্যে ইমরান বিয়ের প্রস্তাব দিলে শাহিনুর তা ঘৃণাভরে প্রত্যাখান করে।
এঘটনায় ক্ষিপ্ত হয়ে ইমরান শাহিনুর কে টানা হেঁচড়া করে শ্লীলতাহানির এক পর্যায়ে গলার ওড়না পেছিয়ে হত্যার চেষ্টা করে। এসময় শাহিনুরের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এলে ইমরান পালিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।