আরফাত হোসেন চৌধুরী, উখিয়া:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ার ইনানী লা-বেলা রিসোর্ট হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করেছে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
রবিবার জেলা প্রশাসন থেকে এ ঘোষণা জারি করা হয়।ফলে করোনা আক্রান্ত সন্দেহ ব্যক্তিদের ভাইরাস সংক্রমণ রোধে জালিয়াপালং ইউনিয়নের লা-বেলা রিসোর্টকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে সেখানে আক্রান্ত ব্যক্তিদের অবস্থান নিশ্চিতেও নির্দেশ প্রদান করা হয়।
ফলে উখিয়া উপজেলায় কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রথম লা বেলা রিসোর্টেই করোনা সংক্রমণের আশঙ্কাজনক ব্যক্তিদের আলাদা অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।