প্রকাশিত: ২০/০১/২০২২ ৫:৩২ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি দুলাল (৩০)কে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল বছরের ১৪ আগস্ট রত্নাপালং ইউনিয়নের তৈলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশােধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করলে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপকভাবে আলােড়ন সৃষ্টি করে।

উক্ত ঘটনাটি র্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে আজ র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ধর্ষক দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে আটক করে।

আটক ধর্ষক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার রশিদ আহমদের পুত্র দুলাল (৩০)।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ধর্ষক মােঃ দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলার আসামী ছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে আজরাইল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ দুই দশক ...

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...