প্রকাশিত: ০৫/০৭/২০২২ ৪:১৪ পিএম

অবৈধ সিএনজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে উখিয়া থানা পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে উখিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পার্কিং, যানজট তৈরী এবং বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে ৬০ টির অধিক সিএনজি আটক করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

এছাড়াও একই দিন মরিচ্যা, কোর্টবাজারেও অভিযান চালানোর কথা জানান শেখ মোহাম্মদ আলী।

কক্সবাজার টেকনাফ সড়কের গুরুত্বপূর্ণ অংশ উখিয়া ও কোর্টবাজারে দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজি স্টেশন বানিয়ে যাত্রী পরিবহন করে আসছিলো সমিতির নাম দিয়ে একটি সিন্ডিকেট।

যেখানে পুলিশের কথা বলে মাসিক চাঁদা আদায় করা হতো, ফলশ্রুতিতে গুরুত্বপূর্ণ এ সড়কে অবৈধ এসব সিএনজি স্টেশনের কারনে যানজট লেগে থাকে উখিয়া ও কোর্টবাজারে।

এসব সিএনজির বেশীর ভাগেরই লাইসেন্স নেই জানিয়ে, কারা পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা নেয় কিংবা আসলেই পুলিশের কেউ জড়িত আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলা জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। সুত্র: টিটিএন

পাঠকের মতামত